সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দেওয়ানগঞ্জে জামালপুর জেলা প্রসাসকের মতবিনিময় 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

দেওয়ানগঞ্জে জামালপুর জেলা প্রসাসকের মতবিনিময় 

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সঙ্গে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি ছিলেন হাছিনা বেগম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জামালপুর।

সভাপতিত্বে করেন দেওয়ানগঞ্জ ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স। এতে বিশেষ অতিথি ছিলেন, ইফতেখার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জামালপুর, দেওয়ানগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ সেনাবাহিনীর কমান্ডার ক্যাম্প অফিসার তানভীর হাসান, সাংবাদিকরা প্রমুখ।  

টিএইচ